রোদ্দুর ও রিক্ততা
- বোরহান আজমীর
আমি প্রেম করেছি, জানি।
সে প্রেম ছিল না দিব্য, ছিল অকৈতব।
ছিল সে রণরক্ত, কালো কালকুটে মেশানো,
যেমন ছুরি। অথচ তাতে সূর্য চমকায়!
আমার বুকের ভিতর যে সারেং ছিল,
সে হাক দিয়েছে— ঝড় উঠুক! আমি ঠেকাব!
তবু, একদিন দেখি
সে নিজেই ভেসে যায় এক জলৌকার মতো
ভেতরে ভর নেই, বাহিরে বাহাদুরি যত!
তুমি সাগর অতলে পলা-প্রবালে হৃদয় লুকালে,
তোমার চরণে অর্ঘ্য রাখিনি তাই,
রেখেছিলাম হেমলোক দোয়াতের বিষাক্ত পঙক্তি
ভালোবাসি বলে নয়,
কারণ তুমি বিশ্বাসঘাতিনী!
তোমার চোখে মেদুরতা ছিল,
আর অন্তরে বিষ।
অম্বিকা নাচে, মন্দিরা বাজে,
তুমি সে অম্বিকা, তুমি সে অনুচনা, তুমি সে নর্তকী,
কিন্তু আমার সন্তরণ শিখা হয়নি কখনও,
আমি ডুবে গেছি জলজ অলিন্দে
তোমার অধরখানির অভিশাপে।
১১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।